Wednesday, November 26, 2014

লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে বিক্ষোভ:নয়াদিগন্ত

মন্ত্রিসভা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম থেকে বরখাস্তকৃত আবদুল লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে গতকাল দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা জানান, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিচার ও ফাঁসির দাবিতে গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় বিােভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। সকাল থেকেই শহরের লোকনাথ দীঘির পারে মাদরাসার ছাত্র, শিক, সাধারণ মানুষ জমায়েত হতে থাকে। প্রায় ১৪-১৫ হাজার লোক হে
ফাজতে ইসলামের ব্যানারে বিােভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে কাউতলীর গোলচত্বর মোড়ে গিয়ে সমাবেশ করে। সমাবেশে জেলা হেফাজতে ইসলামের সভাপতি আল্লামা মনিরুজ্জামান সিরাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জামিয়া ইউনুছিয়ার প্রিন্সিপাল ও হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মোবারক উল্লাহ, সহসভাপতি মাওলানা সাজিদুর রহমান, সহকারী সম্পাদক মাওলানা আব্দুর রহমান প্রমুখ। ফরিদপুর অফিস জানায়, হজ, তাবলিগ ও হজরত মোহাম্মদ সা: সম্পর্কে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেয়ায় আবদুল লতিফ সিদ্দিকীর সর্বোচ্চ শাস্তির দাবিতে ফরিদপুর শহরে মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির ফরিদপুর শহর শাখা। মিছিলটি গতকাল নিউমার্কেট ও হাজী শরীয়তউল্লাহ বাজারসংলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাইতুল মোকাদ্দেম জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়। ছাত্রশিবির ফরিদপুর শহর শাখার অফিস সম্পাদক মিরাজুল ইসলামের নেতৃত্বে মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শাখার সেক্রেটারি হাফিজুর রহমান, জামায়াত নেতা ওয়াহাব প্রমুখ। নেত্রকোনা সংবাদদাতা জানান, হজ ও তাবলিগ জামাত নিয়ে কটূক্তি করায় সাবেক টেলিযোগাযোগ মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে নেত্রকোনায় বিােভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ঐক্যজোট নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে গতকাল শহরের মোক্তারপাড়ার কেন্দ্রীয় জামে মসজিদে জোহরের নামাজ শেষে মসজিদের সামনে থেকে বিােভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদণি শেষে শহরের প্রেস কাবের সামনে এসে শেষ হয়। এ সময় সংপ্তি সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা শরীফ উদ্দিন তালুকদার, মাওলানা দেলোয়ার হোসাইনসহ সংগঠনের নেতৃবৃন্দ। সদর দক্ষিণ (কুমিল্লা) সংবাদদাতা জানান, মহানবী হজরত মোহাম্মদ সা: ও হজ নিয়ে কটূক্তি করায় আওয়ামী লীগের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকির ফাঁসির দাবিতে বিােভ মিছিল করেছে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ কুমিল্লা মহানগরী। মিছিলে নেতৃত্ব দেন সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ কুমিল্লা মহানগরীর সেক্রেটারি এ এইচ এম আবরার আহমদ। মিছিলে উপস্থিত ছিলেন মাওলানা তাজুল ইসলাম, মাওলানা জিয়াউর রহমান ভিপি, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা আবু বকর সরকার, মাওলানা আবদুর রহমান খান, হাফেজ মাওলানা জিয়াউর রহমান, মাওলানা মাহবুব সরকারসহ ওলামা মাশায়েখ পরিষদ নেতৃবৃন্দ। রংপুর অফিস জানায়, অপসারিত মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেফতার ও বিচারের দাবিতে সমাবেশ করেছেন রংপুরের সম্মিলিত কওমি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা। সম্মিলিতি কওমি মাদরাসার ব্যানারে রংপুরের সব কওমি মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা গতকাল দুপুর ১২টায় সিটি বাজারের সামনে জড়ো হন। সেখানে কমিটির আহ্বায়ক হাফেজ মাওলানা ইদ্রিস আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা ইউনুস আলী, মাওলানা মাহমুদুর রহমান, কারি আতাউল হক, হাফেজ আমজাদ হোসাইন, মাওলানা সাইফুল ইসলাম জিহাদী, মাওলানা জোবায়ের, মোহাম্মদ মাহমুদুর রশিদ রিপন প্রমুখ। পরে একটি বিশাল বিক্ষোভ মিছিল জাহাজ কোম্পানি মোড়, সুপার মার্কেট হয়ে কাচারিবাজারে গিয়ে শেষ হয়। চট্টগ্রাম ব্যুরো জানায়, ইসলাম, হজ, আল্লাহর রাসুল সা: ও তাঁর অনুসারীদের সম্পর্কে কটূক্তকারী মুরতাদ লতিফ সদ্দিকীকে ফাঁসি দেয়ার দাবিতে গতকাল বিােভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রামের সম্মিলিত ইাসলামি দল।  আন্দকিল্লা শাহি জামে মসজিদের পূর্ব গেট থেকে শুরু হওয়া বিশাল বিােভ মিছিলটি কিছু দূর না যেতেই পুলিশি বাধার মুখে আর এগোতে পারেনি। পরে সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, মুরতাদ লতিফ সিদ্দিকী ইসলাম, হজ ও রাসুল সা: নিয়ে নিয়ে কটূক্তি করে লাখ লাখ মুসলমানের হৃদয়ে আঘাত করেছে। শুধু তাই নয় এই মুরতাদ দম্ভোক্তি করে আবার মা না চাওয়ার ঘোষণা দিয়েছে। নেতৃবৃন্দ অবিলম্বে লতিফ সিদ্দিকীকে ফাঁসি দেয়ার জোর দাবি জানান।  মিয়া মোহাম্মদ হোসাইন শরীফের নেতৃত্বে বিােভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মহিউদ্দিন খান, মাওলানা মহসিনুল ইসলাম, মাওলানা নুরশেদুল ইসলাম, মাওলানা আহসান উল্লাহ, হাফেজ রফিকুল ইসলাম, মাওলানা হোসাইন রানা, মাওলানা দিদার উদ্দিন, মাওলানা কামাল কুতুবী, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আবদুস সবুর, মাওলানা দ্বীন মুহাম্মদ, আমিনুল ইসলাম, হজরত আলী, মোস্তাক আহমদ, আহমদ নূহ, মুহাম্মদ রাসেল, মুজাহিদুল ইসলাম প্রমুখ। ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, আব্দুল লতিফ সিদ্দিকীর সর্বোচ্চ শাস্তির দাবিতে বিােভ মিছিল ও সমাবেশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রামের ফটিকছড়ি শাখার নেতৃবৃন্দ। গতকাল উপজেলা সদরের কেন্দ্রীয় ঈদগাহ থেকে শুরু করে বাজার প্রদণি শেষে বিােভ মিছিলটি থানা চত্বরের সামনে এসে এক সংপ্তি সমাবেশে মিলিত হয়। উপজেলা হেফাজত নেতা মাওলানা মঈন উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, ‘নাস্তিক লতিফ সিদ্দিকীকে শুধু গ্রেফতার করে বসে থাকলে চলবে না। তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিতে হবে।’ সমাবেশে বক্তব্য রাখেন মুফতি হাবিব উল্লাহ, জুনায়েদ বিন জালাল, মাওলানা আবু তালেব, মাওলাানা সালাউদ্দিন, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা মনিরুজ্জামান, হাফেজ সোলাইমান প্রমুখ। হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, আবদুল লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে গতকাল হাটহাজারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বাদ আসর হাটহাজারী পৌরসভার ডাকবাংলো চত্বরে বিশাল সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। হেফাজতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা মীর ইদ্রিসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি মাওলানা জাকারিয়া নোমান ফয়েজি, মুফতি শাহাব উদ্দিন, মাওলানা হাফেজ মুজাম্মেল হক, মাওলানা শফিউল আলম, পৌর সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর মেহদী, সিরাজুল ইসলাম, মাওলানা রুহুল আমীনসহ নেতৃবৃন্দ। সুনামগঞ্জ সংবাদদাতা জানান, লতিফ সিদ্দিকীকে গ্রেফতার ও বিচার দাবিতে গতকাল সুনামগঞ্জে বিােভ সমাবেশ করেছে জেলা জমিয়তে উলামায়ে ইসলাম। শহরের জামতলা এলাকা থেকে এক বিােভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে স্থানীয় ট্রাফিক পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়। জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি প্রিন্সিপাল মাওলানা আব্দুর বছিরের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মাওলানা মোস্তাক আহমদ গাজীনগরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জমিয়তের সহসভাপতি মাওলানা আফছার উদ্দিন, জেলা ইমাম মোয়াজ্জিন পরিষদের সভাপতি মাওলানা সাজিদুর রহমান, জেলা জমিয়তের সহসম্পাদক মাওলানা আলী নূর বিশ্বম্ভরপুরী, জমিয়ত নেতা মুফতি শামছুল ইসলাম, মুফতি আব্দুল হক, সুনামগঞ্জ পৌর ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা তয়েফ আহমদ,, দোয়ারাবাজার উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম প্রমুখ। টঙ্গী সংবাদদাতা জানান, মন্ত্রিপরিষদ থেকে বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে গতকাল মঙ্গলবার বিকেলে বিক্ষোভ মিছিল করেছে টঙ্গী থানা ওলামা মাশায়েখ পরিষদ। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজ গেট থেকে শুরু হয়ে চেরাগআলী মার্কেট বাস স্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে বক্তব্য রাখেন টঙ্গী থানা ওলামা মাশায়েখ পরিষদের আহ্বায়ক ড. মাওলানা মোয়াজ্জেম হোসেন আজহারী, সদস্য সচিব মাওলানা সাইদুল ইসলাম, মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা আবুল হাসান, মাওলানা নোমান, মো: ইব্রাহিম প্রমুখ। ফেনী অফিস জানায়, আবদুল লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে ফেনী শহরে বিােভ করেছে হেফাজতে ইসলাম। গতকাল শহরের বিভিন্ন মসজিদ থেকে মিছিল ট্রাংক রোডের দোয়েল চত্বরে মিলিত হয়। সেখান থেকে বিশাল মিছিল শহর প্রদণি করে এসএসকে সড়কের জহিরিয়া মসজিদের সামনে সংপ্তি সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতের জেলা সেক্রেটারি মুফতি রহিম উল্লাহ কাসেমী, যুগ্ম সম্পাদক মুফতি ইলিয়াছ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল হাই, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জাফর আহমদ, আবুল খায়ের মাছুম, জসিম উদ্দিন প্রমুখ। চাঁদপুর সংবাদদাতা জানান, ইসলাম অবমাননাকারী আবদুল লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে গতকাল চাঁদপুর শহরে শান্তিপূর্ণ বিােভ কর্মসূচি পালন করেছে সম্মিলিত ইসলামি দল চাঁদপুর শাখা। বিক্ষোভ মিছিলটি সকাল শহরের মাতৃপীঠ মোড় থেকে শুরু হয়ে নতুন বাজার মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন সম্মিলিত ইসলামি দলের নেতা মাওলানা সালেহ আহমদ, মাওলানা আবু আহমদ, মাওলানা এ বি এম মফিজুল ইসলাম, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা হিফজুর রহমান ও মাওলানা আক্তার হোসাইন।

No comments:

Post a Comment