Wednesday, November 26, 2014

কালো টাকা ইস্যুতে লোকসভায় হট্টগোল:নয়াদিগন্ত

বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে আনার দাবিতে ভারতীয় পার্লামেন্ট বা লোকসভায় গতকাল ব্যাপক হট্টগোল ও হাঙ্গামা হয়েছে। পশ্চিমবঙ্গের তৃণমূল সদস্যদের নেতৃত্বে এ হাঙ্গামা হয়। পরে তাদের সাথে অন্য দলের সদস্যরাও যোগ দেন। পরিস্থিতি সামাল দিতে সভার অধিবেশন দুপুর ১২টা পর্যন্ত মুলতবি করা হয়। তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্যরা লোকসভা কে ‘কালা ধন ওয়াপস লাও’ বলে স্লোগান দেন। পরে ‘কালা ধন ওয়াপস লাও’ লেখা কালো ছাতা নিয়ে বিােভ
দেখান তারা। তৃণমূলের নজিরবিহীন এ ধরনের বিােভে লোকসভার ওয়েলে নেমে কালো ছাতা নিয়ে বিােভ দেখানোয় স্পিকার সুমিত্রা মহাজন আপত্তি জানান। তুমুল হই হট্টগোলের জেরে সভার অধিবেশন দুপুর ১২টা পর্যন্ত মুলতবি করা হয়। পরে সভার কাজ শুরু হলে লোকসভাবিষয়কমন্ত্রী বেঙ্কইয়া নাইডু জানান, তারা এ বিষয়ে আলোচনা করতে রাজি। তারপরও তৃণমূল সদস্যরা বিােভ দেখাতে থাকেন।  সোমবারই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, কালো টাকা ইস্যুতে তিনি কেন্দ্রীয় সরকারকে চাপ দেবেন। সারদা কেলেঙ্কারিতে সিবিআই তদন্তের পাল্টা জবাবে ‘কালো’ টাকা ইস্যুতে সোমবার কলকাতার ধর্মতলার সভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালো টাকা কোথায় গেল তা ফেরত আনার দাবি জানান মুখ্যমন্ত্রী। সারদা কেলেঙ্কারির তদন্তে নেমে সিবিআই ক্রমেই চেপে ধরছে পশ্চিমবঙ্গের শাসক দলকে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য এসবকে চক্রান্ত বলে মনে করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কালো টাকা উদ্ধারের প্রতিশ্রুতি দেয়া সত্ত্বেও তা উদ্ধার করে আনতে ব্যর্থ হয়েছেন নরেন্দ্র্র মোদি। এ থেকে দৃষ্টি ঘোরাতে সিবিআইকে ব্যবহার করা হচ্ছে। সোমবার কলকাতার সভায় তৃণমূল নেত্রী বলেন, কলকাতার রাস্তা থেকে লড়াইটা তিনি দিল্লিতে নিয়ে যাবেন।  মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশ মেনে লোকসভা ও রাজ্যসভার সদস্যরা বাইরে বিােভে শামিল হন। তৃণমূল আরো শক্তি পেয়েছে সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং জাদব নিজে উপস্থিত হয়ে তাদের বিােভে যোগ দেয়ায়। ফলে গোটা সমাজবাদী পার্টি দাঁড়িয়ে যায় তৃণমূলের পাশে। একই ভাবে জেডি-ইউ বা সংযুক্ত জনতা দলও সমর্থন করে তৃণমূলকে। সংযুক্ত জনতা দলের সংসদ সদস্য কে সি ত্যাগী বলেন, ‘কালো টাকা ফিরিয়ে আনার এই আন্দোলনে আমরা তৃণমূল কংগ্রেসের পাশে আছি।’

No comments:

Post a Comment