তার জাতীয় নিরাপত্তা টিমের বেসামাল অবস্থার চাপের মুখে হেগেল পদত্যাগ করলেন। ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, দুই সপ্তাহ ধরে ওবামার সাথে কয়েক দফা বৈঠকের পর পদত্যাগপত্র জমা দিলেন হেগেল। ওবামা গত শুক্রবারই তাকে পদত্যাগ করতে বলার সিদ্ধান্ত নেন। ইসলামিক স্টেটের (আইএস) সাথে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলে পরিবর্তন আনার চেষ্টায় ওবামা হেগেলকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয়েছে খবরে। ভিয়েতনাম যুদ্ধের প্রবীণ সৈনিক ও সাবেক সিনেটর রিপাবলিকান চাক হেগেল ২০১৩ সালে প্রতিরামন্ত্রী হয়েছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, পেন্টাগনে এখন নতুন নেতৃত্ব প্রয়োজনÑ এ বিশ্বাস থেকেই ওবামা এবং হেগেল পদত্যাগের বিষয়টি নিয়ে কয়েক সপ্তাহ ধরে আলোচনা করেন। ওবামা প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, খুব শিগগিরই নতুন প্রতিরামন্ত্রীর নাম ঘোষণা করা হবে। তবে সিনেট তার নিয়োগ নিশ্চিত না করা পর্যন্ত হেগেলই প্রতিরামন্ত্রী পদে থাকবেন। হেগেলের স্থলাভিষিক্ত যারা হতে পারেন তাদের মধ্যে রয়েছেন প্রতিরা মন্ত্রণালয়ের সাবেক আন্ডারসেক্রেটারি মিশেল ফাওয়ারনয় এবং সাবেক উপপ্রতিরামন্ত্রী অ্যাস্টোন কার্টার। এ ছাড়া আরেকজন সম্ভাব্য প্রার্থী হচ্ছেন রোডে আইল্যান্ডের ডেমোক্র্যাট সিনেটর জ্যাক রিড।
Headlines from most popular newspapers of Bangladesh. বাংলাদেশে প্রকাশিত প্রধান প্রধান দৈনিক পত্রিকার সংবাদ শিরোনামগুলো এক নজরে দেখে নিন।
Tuesday, November 25, 2014
যুক্তরাষ্ট্রের প্রতিরামন্ত্রী চাক হেগেলের পদত্যাগ:নয়াদিগন্ত
তার জাতীয় নিরাপত্তা টিমের বেসামাল অবস্থার চাপের মুখে হেগেল পদত্যাগ করলেন। ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, দুই সপ্তাহ ধরে ওবামার সাথে কয়েক দফা বৈঠকের পর পদত্যাগপত্র জমা দিলেন হেগেল। ওবামা গত শুক্রবারই তাকে পদত্যাগ করতে বলার সিদ্ধান্ত নেন। ইসলামিক স্টেটের (আইএস) সাথে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলে পরিবর্তন আনার চেষ্টায় ওবামা হেগেলকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয়েছে খবরে। ভিয়েতনাম যুদ্ধের প্রবীণ সৈনিক ও সাবেক সিনেটর রিপাবলিকান চাক হেগেল ২০১৩ সালে প্রতিরামন্ত্রী হয়েছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, পেন্টাগনে এখন নতুন নেতৃত্ব প্রয়োজনÑ এ বিশ্বাস থেকেই ওবামা এবং হেগেল পদত্যাগের বিষয়টি নিয়ে কয়েক সপ্তাহ ধরে আলোচনা করেন। ওবামা প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, খুব শিগগিরই নতুন প্রতিরামন্ত্রীর নাম ঘোষণা করা হবে। তবে সিনেট তার নিয়োগ নিশ্চিত না করা পর্যন্ত হেগেলই প্রতিরামন্ত্রী পদে থাকবেন। হেগেলের স্থলাভিষিক্ত যারা হতে পারেন তাদের মধ্যে রয়েছেন প্রতিরা মন্ত্রণালয়ের সাবেক আন্ডারসেক্রেটারি মিশেল ফাওয়ারনয় এবং সাবেক উপপ্রতিরামন্ত্রী অ্যাস্টোন কার্টার। এ ছাড়া আরেকজন সম্ভাব্য প্রার্থী হচ্ছেন রোডে আইল্যান্ডের ডেমোক্র্যাট সিনেটর জ্যাক রিড।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment