Thursday, November 6, 2014

দুদকের চেয়ারম্যান ও সাংবাদিকদের ‘ধন্যবাদ’ বদির:নয়াদিগন্ত

দুর্নীতির মামলায় প্রায় তিন সপ্তাহ কারাভোগের পর বহুল আলোচিত সরকারদলীয় এমপি (কক্সবাজার-৪, উখিয়া-টেকনাফ) আবদুর রহমান বদিকে বরণ করতে গত মঙ্গলবার হাজারখানেক গাড়ির এক বহর নিয়ে বিমানবন্দরে হাজির হন দলীয় নেতাকর্মীরা। এরপর পথে পথে ২০০’র মতো সুদৃশ্য তোরণে সংবর্ধনা নিতে নিতে টেকনাফ যান দুদকের দুর্নীতি মামলায় অভিযুক্ত বদি। অনেক জায়গায় বানানো মঞ্চে দাঁড়িয়ে তিনি বক্তব্য দেন নেতাকর্মীদের উদ্দেশে।   সন্ধ্যায় টেকন
াফে ফিরে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও সাংবাদিকদের ‘ধন্যবাদ’ জানান আব্দুর রহমান বদি। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে মামলা করে কারাগারে পাঠানোর কারণে এলাকায় আমার জনপ্রিয়তা যাচাই হয়েছে এবং উখিয়া-টেকনাফের আওয়ামী লীগের নেতাকর্মীরা ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে পেরেছেন।’   সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাকে সারা দেশে ব্যাপকভাবে পরিচয় করে দিয়েছেন সাংবাদিকেরা। তাই সাংবাদিকদের প্রতি স্যালুট।’   তার আগমন নিয়ে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া-টেকনাফের অংশের ৬০ কিলোমিটার এলাকাজুড়ে তৈরি করা হয় প্রায় ২০০ তোরণ। উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আদিলউদ্দিন চৌধুরী এবং টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক মোহাম্মদ আলী সাংবাদমাধ্যমকে এ কথা নিশ্চিত করেন।   আদিলউদ্দিন চৌধুরী জানান, এমপি বদিকে অভ্যর্থনা জানাতে উখিয়ার বিভিন্ন অংশে দলীয়ভাবে প্রায় ১০০টি তোরণ ও পাঁচটি মঞ্চ তৈরি করা হয়েছে।        

No comments:

Post a Comment