াটি বন্ধ করে দেওয়া হয়। ২০১১ সালে এডমন্ডসনকে চাকরিচ্যুত করা হয়। গত মাসে এডমন্ডসন আদালতে স্বীকার করেন, তিনি সহকর্মীদের সঙ্গে অবৈধভাবে ভয়েস মেইল হস্তগত ও ৩৩৪টি টেলিফোন কথোপকথনে আাড়িপাতায় সংশ্লিষ্ট ছিলেন। পত্রিকাটির দুই সম্পাদক অ্যান্ডি কুলসন ও রেবেকা ব্রুকসের মামলার অন্যতম বিবাদী এডমন্ডসন।
Headlines from most popular newspapers of Bangladesh. বাংলাদেশে প্রকাশিত প্রধান প্রধান দৈনিক পত্রিকার সংবাদ শিরোনামগুলো এক নজরে দেখে নিন।
Saturday, November 8, 2014
‘নিউজ অব দ্য ওয়ার্ল্ড’ কর্মকর্তার কারাদণ্ড:প্রথম অালো
াটি বন্ধ করে দেওয়া হয়। ২০১১ সালে এডমন্ডসনকে চাকরিচ্যুত করা হয়। গত মাসে এডমন্ডসন আদালতে স্বীকার করেন, তিনি সহকর্মীদের সঙ্গে অবৈধভাবে ভয়েস মেইল হস্তগত ও ৩৩৪টি টেলিফোন কথোপকথনে আাড়িপাতায় সংশ্লিষ্ট ছিলেন। পত্রিকাটির দুই সম্পাদক অ্যান্ডি কুলসন ও রেবেকা ব্রুকসের মামলার অন্যতম বিবাদী এডমন্ডসন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment