ল বৃহস্পতিবার। ২০১২ সালের ৪ সেপ্টেম্বর কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার কমিটি গঠন করা হয়েছিল। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বেগম খালেদা জিয়া নতুন কমিটি গঠনের জন্য সংগঠনটির কেন্দ্রীয় নেতাদের সাথে একাধিক রুদ্ধদ্বার বৈঠক করেছেন। সর্বশেষ ২৮ আগস্ট বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে ১টা পর্যন্ত প্রায় পৌনে পাঁচ ঘণ্টাব্যাপী চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। এর আগে ২০ ও ২৪ আগস্ট বৈঠক হয়। যদিও সেই বৈঠকে কোনো কার্যকর সিদ্ধান্ত নিতে পারেননি খালেদা জিয়া। বৈঠকে অংশ নেয়া একাধিক ছাত্র নেতা জানান, সেদিন খালেদা জিয়া বলেছেন, আন্দোলন সংগ্রামের জন্য আমি এখনো ছাত্রদলের ওপর নির্ভরশীল এবং তাদের দতার ওপর আস্থা রাখি। আগামীতে ছাত্রদলকেই আন্দোলন করতে হবে। অন্যথায় শেখ হাসিনার অবৈধ মতাসীন আওয়ামী লীগের পতন ঘটানো যাবে না। দীর্ঘ প্রায় ৫৫ মিনিটের বক্তব্যে খালেদা জিয়া ছাত্রদলের জন্য বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরে বলেন, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী দিনে সরকার পতনের আন্দোলন-সংগ্রাম সহজ হবে না। কাজেই আন্দোলন-সংগ্রাম পরিচালনার জন্য তরুণদের নেতৃত্বে নিয়ে আসতে হবে। এ জন্য জেলা, থানা, পৌর ও ইউনিয়ন পর্যায় থেকে তরুণ নেতৃত্ব তৈরির কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন ছাত্রদলের শেষ বৈঠকে বলেছেন, বিশ্ববিদ্যালয়ের সব কমিটিতে নিয়মিত, মেধাবী ও সংগঠনের জন্য আত্মত্যাগীদের নিয়ে আসা হবে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিকে শক্তিশালী করতে হবে। কেননা আমি চাই আগামী দিনের সরকার পতনের আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই শুরু করা হোক। ওই দিকে দলীয় চেয়ারপারসন ‘তরুণ’ নেতৃত্ব বলতে ঠিক কী বুঝিয়েছেন তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। কেউ বলছেন, কত বয়স হলে তরুণ হিসেবে গণ্য হবে? একেবারে নতুনদের দিয়ে কমিটি করা হলে সেই কমিটি কাজ করতে সমস্যায় পড়বে। তাই অনেকেই বলছেন, অন্তত সভাপতি এবং সেক্রেটারির ক্ষেত্রে সিনিয়র এবং বাকি সব পদে জুনিয়র (তরুণ) দিয়ে কমিটি করা হলে নেতৃত্ব ভালো হবে। সূত্র জানায়, নতুন কমিটির জন্য তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। শিগগিরই তরুণদের দিয়ে ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হবে। সিনিয়রদের দিয়ে নতুন কমিটি গঠন করা হলেÑ বর্তমান কমিটির বজলুল করিম চৌধুরী আবেদ, সাইফুল ইসলাম ফিরোজ, মো: আবু সাঈদ, কামাল আনোয়ার আহম্মেদ, শহীদুল্লাহ ইমরান, তরুণ দে, ওবায়দুল হক নাসির, মশিউর রহমান মিশু এবং অপেক্ষাকৃত জুনিয়রদের দিয়ে কমিটি করা হলেÑ নাজমুল হাসান, আকরামুল হাসান, মামুনুর রশিদ মামুন, এজমল হোসেন পাইলট, ফেরদৌস আহম্মেদ মুন্না প্রমুখের নাম আলোচনায় আছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ছাত্রদলের সহসভাপতি আনোয়ার আহম্মেদ বলেন, যারা অতীতে সরকারবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছে, জেল খেটেছে এবং আগামীতে খালেদা জিয়ার নেতৃত্বে নতুন আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করবে তাদেরকে দিয়েই নতুন কমিটি করা উচিত। নতুন কমিটির ব্যাপারে জানতে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
Headlines from most popular newspapers of Bangladesh. বাংলাদেশে প্রকাশিত প্রধান প্রধান দৈনিক পত্রিকার সংবাদ শিরোনামগুলো এক নজরে দেখে নিন।
Friday, September 5, 2014
ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা এ মাসেই:নয়াদিগন্ত
ল বৃহস্পতিবার। ২০১২ সালের ৪ সেপ্টেম্বর কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার কমিটি গঠন করা হয়েছিল। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বেগম খালেদা জিয়া নতুন কমিটি গঠনের জন্য সংগঠনটির কেন্দ্রীয় নেতাদের সাথে একাধিক রুদ্ধদ্বার বৈঠক করেছেন। সর্বশেষ ২৮ আগস্ট বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে ১টা পর্যন্ত প্রায় পৌনে পাঁচ ঘণ্টাব্যাপী চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। এর আগে ২০ ও ২৪ আগস্ট বৈঠক হয়। যদিও সেই বৈঠকে কোনো কার্যকর সিদ্ধান্ত নিতে পারেননি খালেদা জিয়া। বৈঠকে অংশ নেয়া একাধিক ছাত্র নেতা জানান, সেদিন খালেদা জিয়া বলেছেন, আন্দোলন সংগ্রামের জন্য আমি এখনো ছাত্রদলের ওপর নির্ভরশীল এবং তাদের দতার ওপর আস্থা রাখি। আগামীতে ছাত্রদলকেই আন্দোলন করতে হবে। অন্যথায় শেখ হাসিনার অবৈধ মতাসীন আওয়ামী লীগের পতন ঘটানো যাবে না। দীর্ঘ প্রায় ৫৫ মিনিটের বক্তব্যে খালেদা জিয়া ছাত্রদলের জন্য বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরে বলেন, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী দিনে সরকার পতনের আন্দোলন-সংগ্রাম সহজ হবে না। কাজেই আন্দোলন-সংগ্রাম পরিচালনার জন্য তরুণদের নেতৃত্বে নিয়ে আসতে হবে। এ জন্য জেলা, থানা, পৌর ও ইউনিয়ন পর্যায় থেকে তরুণ নেতৃত্ব তৈরির কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন ছাত্রদলের শেষ বৈঠকে বলেছেন, বিশ্ববিদ্যালয়ের সব কমিটিতে নিয়মিত, মেধাবী ও সংগঠনের জন্য আত্মত্যাগীদের নিয়ে আসা হবে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিকে শক্তিশালী করতে হবে। কেননা আমি চাই আগামী দিনের সরকার পতনের আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই শুরু করা হোক। ওই দিকে দলীয় চেয়ারপারসন ‘তরুণ’ নেতৃত্ব বলতে ঠিক কী বুঝিয়েছেন তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। কেউ বলছেন, কত বয়স হলে তরুণ হিসেবে গণ্য হবে? একেবারে নতুনদের দিয়ে কমিটি করা হলে সেই কমিটি কাজ করতে সমস্যায় পড়বে। তাই অনেকেই বলছেন, অন্তত সভাপতি এবং সেক্রেটারির ক্ষেত্রে সিনিয়র এবং বাকি সব পদে জুনিয়র (তরুণ) দিয়ে কমিটি করা হলে নেতৃত্ব ভালো হবে। সূত্র জানায়, নতুন কমিটির জন্য তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। শিগগিরই তরুণদের দিয়ে ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হবে। সিনিয়রদের দিয়ে নতুন কমিটি গঠন করা হলেÑ বর্তমান কমিটির বজলুল করিম চৌধুরী আবেদ, সাইফুল ইসলাম ফিরোজ, মো: আবু সাঈদ, কামাল আনোয়ার আহম্মেদ, শহীদুল্লাহ ইমরান, তরুণ দে, ওবায়দুল হক নাসির, মশিউর রহমান মিশু এবং অপেক্ষাকৃত জুনিয়রদের দিয়ে কমিটি করা হলেÑ নাজমুল হাসান, আকরামুল হাসান, মামুনুর রশিদ মামুন, এজমল হোসেন পাইলট, ফেরদৌস আহম্মেদ মুন্না প্রমুখের নাম আলোচনায় আছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ছাত্রদলের সহসভাপতি আনোয়ার আহম্মেদ বলেন, যারা অতীতে সরকারবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছে, জেল খেটেছে এবং আগামীতে খালেদা জিয়ার নেতৃত্বে নতুন আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করবে তাদেরকে দিয়েই নতুন কমিটি করা উচিত। নতুন কমিটির ব্যাপারে জানতে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment