মার্কিন প্রভাবশালী পত্রিকা নিউইয়র্ক টাইমস-এর চলতি বছরের উল্লেখযোগ্য ১০০ বইয়ের তালিকায় স্থান পেয়েছে ছয়জন ভারতীয় বংশোদ্ভূত লেখকের বই। এ বইগুলো হলো: সার্জন ও লেখক অতুল গাওয়ান্দের বিয়িং মর্টাল: মেডিসিন অ্যান্ড হোয়াট ম্যাটারস ইন দ্য এন্ড; ইতিহাসবিদ ও লেখক রামচন্দ্রের গান্ধী বিফোর ইন্ডিয়া; অখিল শর্মার ফ্যামিলি লাইফ; বিক্রম চন্দ্রের গিক সাবলাইম: দ্য বিউটি অব কোড, দ্য কোড অব বিউটি; আনন্দ গোপালের
নো গুড মেন অ্যামাং দ্য লিভিং: আমেরিকা, দ্য তালেবান অ্যান্ড দ্য ওয়ার থ্রু আফগান আই’জ ও আনন্দ গিরিধারা দাসের দ্য ট্রু আমেরিকান: মার্ডার অ্যান্ড মার্সি ইন টেক্সাস। পিটিআই
No comments:
Post a Comment