![](https://lh5.googleusercontent.com/-Li-7hUsrWQo/VKi1ESb371I/AAAAAAAAGxw/pgXXg_twAwU/99022_Khalada.jpg)
কার্যালয়ে গভীর রাতে ঢুকে সবকিছু তছনছ করে সবাইকে বের করে দিয়ে তালা মেরে বাইরে অবস্থান নিয়েছে পুলিশ। রাত ১২টার দিকে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে রিজভীকে আটক করা হয়। এরপর তাকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর আগে রিজভীর অসুস্থতার কথা জানিয়েছিলেন পল্টন কার্যালয়ের অফিস কর্মকর্তা রেজাউল করিম। এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ অবস্থান নেয়। রাত ৮টা ২৫ মিনিটে খালেদা জিয়া তার কার্যালয়ে আসেন। খালেদা জিয়া কার্যালয়ে আসার সাথে সাথে পুলিশসহ সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আশপাশে অবস্থান নেয়। খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দীন দিদার নয়া দিগন্তকে বলেন, অন্য দিনের চেয়ে আজকে একটু বেশি নিরাপত্তা দিচ্ছে পুলিশ। কিন্তু কেন, সেটি তিনি জানাতে পারেননি। সূত্র জানায়, আজ রোববার প্রস্তুতি হিসেবেই তার গতিবিধ সব কিছু দেখা হচ্ছে। নজর রাখা হচ্ছে তার কার্যক্রমের ওপর। গুলশানে নিজের কার্যালয়ে অবরুদ্ধ হয়ে আছেন খালেদা জিয়া। রাত ১১টা ৪০ মিনিট থেকে তিনি অবরুদ্ধ অবস্থায় আছেন। তার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস রাত ১টায় কার্যালয়ের সামনে সাংবাদিকদের কাছে এই অবরুদ্ধের কথা জানান। তিনি বলেন, ‘ম্যাডাম এই অবৈধ সরকারের পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা অবরুদ্ধ হয়ে আছেনÑ এটা আপনারা দেখেছেন। ম্যাডাম বলেছেন, ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবসের কর্মসূচি পালন করার জন্য দেশবাসীসহ জোট নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি জানান, রাত সাড়ে ১১টায় নয়াপল্টনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অসুস্থতার খবর শুনে তাকে দেখার জন্য সেখানের উদ্দেশে রওনা হলে পুলিশের একটি সাদা ট্রাক চেয়ারপারসনের কার্যালয়ের মূল গেটের কাছে আড়াআড়িভাবে দাঁড়িয়ে ব্যারিকেড সৃষ্টি করে। এই অবস্থায় বেগম জিয়ার গাড়ি বেরুতে পারবে না বলে পুলিশের তরফ থেকে জানিয়ে দেয়া হয়। সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া জানান, গুলশান কার্যালয়ের সামনে থেকে পুলিশ প্রত্যাহার করা না পর্যন্ত ম্যাডাম কার্যালয়েই অবস্থান করবেন। গুলশান কার্যালয়ে দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় নেতা শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, সুলতানা আহমেদ, টি এস আইয়ুব, শাহজাহান সম্রাট, শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদার প্রমুখ নেতা উপস্থিত আছেন। পুলিশ বিএনপি অফিসে হানা দিচ্ছে : রিজভী বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, পুলিশসহ আইনশৃঙ্খলা রাকারী বিভিন্ন বাহিনী বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের ফটকে দফায় দফায় হানা দিয়ে তালা ভাঙার চেষ্টা করছে। গতকাল তিনি এ অভিযোগ করে বলেন, গত কয়েক দিন ধরেই পুলিশসহ আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থা এ ধরনের আচরণ করছে। বিশেষত সাংবাদিকেরা না থাকলে রাত হলেই ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে বিভিন্ন বাহিনী। শনিবার সকালেও এ ঘটনা ঘটেছে। ৫ জানুয়ারি ঘিরে রাজনৈতিক উত্তেজনার মধ্যে নয়াপল্টন ঘিরে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। গতকাল দিনভর দলীয় কার্যালয়ের গেট তালাবদ্ধ অবস্থায় দেখা গেছে। কার্যালয়ের ভেতরে অবস্থান করছেন রুহুল কবির রিজভীসহ কয়েকজন নেতাকর্মী ও অফিস সহকারীরা।
No comments:
Post a Comment