Thursday, January 15, 2015

২২ গাড়িতে আগুন যুবলীগকর্মী নিহত:কালের কন্ঠ

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের নবম দিন গতকাল বুধবার বিচ্ছিন্ন সংঘর্ষসহ ককটেল বিস্ফোরণ, ভাঙচুর করে গাড়ি পোড়ানোর ঘটনা ঘটেছে। এর মধ্যে গত
মঙ্গলবার রাত ১১টার দিকে ফেনীর সোনাগাজী উপজেলার ভৈরব চৌধুরী বাজার এলাকায় পিকেটারদের হামলায় বেলাল হোসেন (২৪) নামের এক যুবলীগকর্মী নিহত হয়েছেন। তিনি সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। একই ঘটনায় মোবারক হোসেন (২৬) নামের অন্য এক যুবলীগকর্মী গুরুতর আহত হয়েছেন। তাঁকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত রাজধানীসহ ১০ জেলায় ২২টি গাড়িতে আগুন দিয়েছে অবরোধকারীরা। এর মধ্যে রয়েছে সাতটি পণ্যবাহী ট্রাক, বিআরটিসিসহ আটটি বাস, একটি কাভার্ড ভ্যান ও একটি লেগুনা। এসব ঘটনায় দুই চালক ও একজন চালকের সহকারী অগ্নিদগ্ধ হয়েছেন। এ ছাড়া বিভিন্ন স্থান থেকে বিএনপি ও জামায়াত শিবিরের ১০৯ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। বিস্তারিত আমাদের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও আঞ্চলিক অফিস থেকে পাঠানো খবরে : ফেনী : নিহত বেলালের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, ফেনীর সোনাগাজী উপজেলার ভৈরব চৌধুরী বাজার এলাকায় মঙ্গলবার রাত ১১টার দিকে অবরোধকারীরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এর শব্দ শুনে যুবলীগকর্মী বেলাল হোসেন ও মোবারক হোসেন বাড়ি থেকে বের হয়ে বাজারের কাছে যান। এ সময় তাঁরা কয়েকজন পিকেটারকে ধাওয়া করার চেষ্টা করলে মুখোশধারী পিকেটাররা বেলাল ও মোবারককে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন বেলাল ও মোবারককে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে বেলালের অবস্থা খারাপ হলে তাঁকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। এরপর বেলালকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত ৩টার দিকে তাঁর মৃত্যু হয়। নিহত বেলাল সোনাগাজী সদর ইউনিয়নের সুজাপুর গ্রামের জেবেল হকের ছেলে। গতকাল দুপুরে ফেনী সদর হাসপাতালে আহত মোবারক সাংবাদিকদের অভিযোগ করে বলেন, ‘এলাকার ছাত্রদলকর্মী জুয়েল ও মাসুদের নেতৃত্বে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে।’ সোনাগাজী থানার ওসি সৈয়দুল মোস্তফা জানান, জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। অন্যদিকে বেলালের নিহত হওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উপজেলা আওয়ামী লীগ। গতকাল এক বিবৃতিতে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। রাজধানীর চিত্র : রাজধানীর বিভিন্ন স্থানে পাঁচটি গাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বিএনপির ডাকা অবরোধ চলাকালে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে গতকাল সকাল ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে পর পর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে ফল বিক্রেতা আবুল হোসেন আহত হন। দুপুর ১টা ৪ মিনিটে মোহাম্মদপুর আসাদগেটে আড়ংয়ের সামনে একটি প্রাইভেট কারে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিস জানায়, মোহাম্মদপুর ফায়ার স্টেশনের কাছেই একটি নোয়া গাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। দুপুর ১টার দিকে গুলিস্তান হলের সামনে ঢাকা-নারায়ণগঞ্জগামী বন্ধন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনাস্থল থেকে মিজানুর রহমান (২৪) নামের সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্টন থানার পুলিশ। দুপুরে ধানমণ্ডি ২৭ নম্বরে মিরপুর-মতিঝিল রুটে চলাচলকারী একুশে পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। এ ছাড়া ১০-১২ জন যুবক হঠাৎ রাপা প্লাজার সামনে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। খিলক্ষেত বিশ্বরোডে একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। সন্ধ্যায় নীলক্ষেত মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গবাজারের এনএস টাওয়ারের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এতে অভি (২২) নামে এক যুবকের মুখ ঝলসে যায়। তাঁকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়। সন্ধ্যায় ইডেন কলেজের সামনে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া রাত পৌনে ১০টার দিকে ডেমরায় একটি লেগুনায় আগুন দেওয়া হয়। রাত সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন একটি ব্যাংকের বুথে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। ১০ জেলায় আগুন ভাঙচুর : গতকাল বুধবার সকালে নাটোরের আহম্মেদপুর ব্রিজের কাছে একটি ট্রাকে পেট্রল ঢেলে আগুন দিয়েছে অবরোধকারীরা। মঙ্গলবার রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধানবোঝাই ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় ট্রাকচালকের সহকারী মাহামুদুল হাসান (২৭) অগ্নিদগ্ধ হন। সীতাকুণ্ডে ভাটিয়ারী বিএম গেট এলাকায় দুটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় চালক ও হেলপার গুরুত্বর অগ্নিদগ্ধ হন। এ ছাড়া গতকাল বিকেলে পৌরসভার বটতলা এলাকায় একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়। পাবনায় মঙ্গলবার রাতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে একটি স্টাফ বাসে আগুন দেওয়া হয়। বরিশালের গৌরনদীতে বিআরটিসি বাসে অগ্নিসংযোগ করে পিকেটাররা। পিরোজপুরের মঠবাড়িয়ায় সেনের টিকিকাটা এলাকায় মাছবাহী একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। কিশোরগঞ্জ চৌদ্দশত এলাকায় একটি বাসে আগুন দেয় স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। গাজীপুরের মোঘরখাল এলাকায় একটি কাভার্ড ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে চালক ছায়েদ মিয়া দগ্ধ হন। তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাইবান্ধার পলাশবাড়ীতে তিনটি যাত্রীবাহী বাস ভাঙচুর করে আগুন দিয়েছে অবরোধকারীরা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কয়লাবাড়ী এলাকায় একটি ট্রাক ও মুসলিমপুর এলাকায় পেঁয়াজভর্তি আরেকটি ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা। কয়েক স্থানে হরতাল : গতকাল নোয়াখালীতে ছাত্রদলের ডাকা ২৪ ঘণ্টার হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। তবে সকালে সাতটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে ২০ দলের নেতা-কর্মীরা। পাবনায় সকাল-সন্ধ্যা হরতালের কোনো প্রভাব পড়েনি। খুলনায় নিরুত্তাপ হরতাল পালিত হয়। এ সময় মাঠে ছিল না নেতা-কর্মীরা। গ্রেপ্তার : গত মঙ্গলবার রাত থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত নাশকতা ও সহিংসতার অভিযোগে বিভিন্ন স্থান থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের ১০৮ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে খুলনায় ৫৩ জন, নোয়াখালীতে ২০, গাজীপুরে ১০, নাটোরে ৯, চুয়াডাঙ্গায় ৬, ভোলায় ৩, চাঁপাইনবাবগঞ্জে ৩, মাগুরায় ২, পিরোজপুরে ১, আখাইড়ায় ১, রূপগঞ্জে ১ ও ঢাকায় একজন।

No comments:

Post a Comment