Monday, April 13, 2015

দিনভর ছুটছেন মেয়র প্রার্থীরা পোস্টারে সয়লাব ঢাকা:যুগান্তর

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা রোববার দিনভর প্রচারণা চালিয়েছেন। ভোটারদের মন জয় করতে সারাদিন ব্যস্ত সময় পার করেছেন তারা। প্রতীক বরাদ্দের পর সিটি কর্পোরেশন এলাকাজুড়ে পোস্টার ঝুলিয়েছেন প্রার্থীরা। দুই সিটিতে নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে।
ritsads.com/ads/server/adserve/www/delivery/avw.php?zoneid=780&n=acd94d5f' border='0' alt='' /> ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে রোববার মাঠে নেমেছেন তার মা নাসরিন ফাতেমা আউয়াল। ছেলে তাবিথ আউয়ালের জন্য দোয়া ও ভোট চেয়েছেন তিনি। অপরদিকে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হককে সমর্থন দিয়েছে পোশাক মালিকদের তিনটি সংগঠন। ঢাকা দক্ষিণে সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন মতিঝিল, লালবাগ এলাকায় প্রচারণা চালিয়েছেন। বিভিন্ন সভা-সমাবেশে অংশ নিয়েছেন তিনি। একই সিটিতে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাস আত্মগোপনে থাকায় তার স্ত্রী আফরোজা আব্বাস প্রচারণা অব্যাহত রেখেছেন। তিন ব্যবসায়ী সংগঠনের সমর্থন পেলেন আনিসুল হক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে আনিসুল হককে সমর্থন দিয়েছে তৈরি পোশাক শিল্প ব্যবসায়ীদের তিন সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ। রোববার রাজধানীর মহাখালীতে রাওয়া কনভেনশন সেন্টারে এক মতবিনিময় সভায় এ সমর্থন দেয়া হয়। ওই সভায় আনিসুল হক বলেন, এবারের ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন রাজনীতিবিদদের জন্য একটি বড় উদাহরণ হয়ে থাকবে। এখানে (সিটি কর্পোরেশন নির্বাচনে) দল থাকবে। নানা মত থাকবে। কিন্তু প্রয়োজন হলে আমরা ঐক্যবদ্ধ হব। সভায় মেয়র প্রার্থী আনিসুল হক বলেন, পোশাক শিল্প পরিবার আমাকে সমর্থন দেয়ায় আমি কৃতজ্ঞ। কারণ বিজিএমইএ নির্বাচনে বর্তমান কমিটির বিরুদ্ধে আমি একটি প্যানেল দিয়েছিলাম। আমার প্যানেল সেখানে ভালো করতে পারেনি। আবার এফবিসিসিআই নির্বাচনেও আমি প্যানেল দিয়েছিলাম। সেখানেও আমরা খুব একটা ভালো করতে পারিনি। কিন্তু নির্বাচনের পর আমরা এক হয়ে গেছি। আজকে ব্যবসায়ী ও তৈরি পোশাক শিল্পের স্বার্থে আমরা আবার এক হয়েছি। সভায় কাজী আকরাম উদ্দিন আহমদ বলেন, ‘ইউনিটি ইজ উইং, ডিভাইড ইজ ফল’। তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা ঐক্যবদ্ধ থাকার কারণে এত উন্নতি সম্ভব হয়েছে। ব্যবসায়ীদের পক্ষ থেকে ঐক্যবদ্ধভাবে আমরা আনিসুল হককে সমর্থন জানালাম। তিনি বিজয়ী হবেন। এছাড়া ঢাকার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন আনিসুল হক। গণসংযোগে নামলেন তাবিথের মা নাসরিন আউয়াল : প্রতীক পাওয়ার পরই ঢাকা উত্তরে বিভিন্ন এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। ছেলের জন্য এবার মাঠে নামলেন মা নাসরিন ফাতেমা আউয়াল। রোববার মহিলা দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি গুলশান ও বনানী বাজার এলাকায় গণসংযোগ করেন। এ সময় ভোটারদের সঙ্গে কথা বলেন এবং ছেলের জন্য ভোট চান। রোববার খিলক্ষেত এলাকায় গণসংযোগ করেন তাবিথ আউয়াল। বিভিন্ন শ্রেণী পেশার সঙ্গে হাত মেলান ও বাস মার্কায় ভোট চান। এ সময় ভোটারদের উদ্দেশে তাবিথ বলেন, ‘আমি আপনাদের ছেলে। আপনাদের কাছে দোয়া চাই। ঢাকাকে আমি আন্তর্জাতিক মানের নগরী হিসেবে গড়ে তুলতে চাই। আপনাদের পাশে থাকতে চাই। আপনারাও আমার পাশে থাকুন।’ তিনি আরও বলেন, আমি তরুণ। সবার কাছে নিজের কথাগুলো বলতে ও অন্যদের কথা শুনতে এসেছি। একই সঙ্গে সবার কাছে দোয়া চাই। দুপুর দেড়টা থেকে সন্ধ্যা পর্যন্ত গণসংযোগ করেন বারিধারার কালাচাঁদপুর, শাহজাদপুর, মধ্য বাড্ডা ও খিলগাঁওয়ের তালতলা এলাকায়। এ সময় স্থানীয় নেতাকর্মীসহ সবস্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময় ও ভোট চান তিনি। রাতে নির্বাচনী অস্থায়ী কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তাবিথ। এ সময় নির্বাচনে সবার সহযোগিতা কামনা করেন। আব্বাসের জয়ের ব্যাপারে আশাবাদী আফরোজা আব্বাস : দক্ষিণে মির্জা আব্বাসের পক্ষে গণসংযোগ অব্যাহত রেখেছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। রোববার পঞ্চম দিনের মতো রাজধানীর মালিবাগ মোড়, মৌচাক, সিদ্ধেশ্বরী, ভিকারুন্নেছা নূন স্কুল, বেইলি রোড়, সার্কিট হাউস, শান্তিনগর এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত গণসংযোগ করেন। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আফরোজা আব্বাস বলেন, ‘আব্বাসের জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। যেখানেই যাচ্ছি, জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। তিনি আরও বলেন, ‘আমাদের নেতাকর্মীরা বেশিরভাগই কারাবন্দি অথবা মামলায় এলাকা ছাড়া হয়ে আছেন। যারা সুযোগ পাচ্ছেন, তারা অত্যন্ত আন্তরিকভাবে আমাদের সঙ্গে নির্বাচনী ক্যাম্পেইন করছেন।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আফরোজা বলেন, ‘বিএনপিতে সাদেক হোসেন খোকা-মির্জা আব্বাস গ্রুপ বলে কিছু নেই। এ দলে তাদের কোনো অনুসারীও নেই। এ দলে সবাই শহীদ জিয়ার অনুসারী।’ তিনি বলেন, সাবেক কমিশনার যারা তাদের অনেকেই প্রার্থী। তারাও মামলার কারণে আত্মগোপনে রয়েছেন। নিজেদের ক্যাম্পেইন করতে পারছেন না। তবে আমি তাদের প?ক্ষে, তারা আমাদের পক্ষে প্রচার চালাচ্ছেন। এখানে কোনো ভেদাভেদ নেই। এ সময় আফরোজা আব্বাসের সঙ্গে ছিলেন, ১৯ নম্বর (সাবেক ৫৩) ওয়ার্ডের সাবেক কমিশনার আরিফুল ইসলাম, ওলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক, সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, তাঁতী দলে?র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মিন্টু, ১৯ নম্বর ওয়ার্ডের বিএনপির আহ্বায়ক তোফাজ্জল হোসেন ও সদস্য সচিব সোহরাব হোসেন প্রমুখ। বিকালে আফরোজা আব্বাস হোসনী দালান, নাজিমউদ্দিন রোডসহ পুরান ঢাকার বিভিন্ন এলাকায় গণসংযোগ করবেন। নিজেকে উৎসর্গ করার প্রত্যয় সাঈদ খোকনের : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নির্বাচনী জয়ী হয়ে জনগণের জন্য নিজেকে উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকন। রোববার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে প্রচারণার চালানোর সময় এ বক্তব্য রাখেন। রোববার বেলা সাড়ে ১২টায় মতিঝিলের ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে প্রচারণা চালান সাঈদ খোকন। বিকাল সাড়ে ৫টায় ধানমণ্ডির ম্যারিয়েট কনভেনশন সেন্টারে ঢাকা-১০ সংসদীয় আসনের নেতাকর্মীদের সমাবেশে যোগ দেন তিনি। রাত ৮টায় লালবাগ থানার ২৭ থেকে ৩১ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা করেন তিনি। তার সঙ্গে ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা অংশ নেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সমর্থিত মেয়র প্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী রোববার ফার্মগেট, ইন্দ্রিরা রোড, তেজকুনিপাড়া, মিরপুর-১ ও তেজগাঁও এলাকায় প্রচারণা চালান।  

No comments:

Post a Comment