শুধু বস্তুনিষ্ঠ নয়, দায়িত্বশীল সাংবাদিকতায় প্রতিশ্রুতিবদ্ধ কালের কণ্ঠ। সাংবাদিকতায় গত পাঁচ বছরে এটি তৈরি করেছে উদাহরণ। 'আংশিক নয়, পুরো সত্য' স্লোগানে ক্রমেই বাড়ছে এর
পাঠকপ্রিয়তা। কালের কণ্ঠের প্রতিনিধি সম্মেলনে পত্রিকাটির সম্পাদক, উপদেষ্টা সম্পাদক, নির্বাহী সম্পাদকসহ জ্যেষ্ঠ সাংবাদিকরা এসব কথা বলেন। গতকাল শুক্রবার কালের কণ্ঠের প্রতিনিধি সম্মেলন ২০১৪ আয়োজন করা হয় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় পত্রিকার প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে। আনন্দঘন এ সম্মেলনে সভাপতিত্ব করেন কালের কণ্ঠ সম্পাদক ও বিশিষ্ট লেখক ইমদাদুল হক মিলন। স্বাগত বক্তব্য দেন উপদেষ্টা সম্পাদক অমিত হাবিব, নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান, যুগ্ম সম্পাদক ও বার্তাপ্রধান চৌধুরী আফতাবুল ইসলাম, উপসম্পাদক মোস্তফা মামুন, উপসম্পাদক মুনির রানা, সহকারী বার্তা সম্পাদক শাহ আলম বাবুল, ভারপ্রাপ্ত মফস্বল সম্পাদক জাহেদুল আলম রুবেল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক খায়রুল বাশার শামীম। অনুষ্ঠানে বিশেষ সংবাদ ও ছবির জন্য জেলা-উপজেলা পর্যায়ের পাঁচজন প্রতিবেদক, প্রতিনিধি ও ফটো সাংবাদিককে পুরস্কৃত করা হয়। সংবাদের জন্য পুরস্কার লাভ করেন চট্টগ্রামের নিজস্ব প্রতিবেদক এস এম রানা, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল ও কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি জসিমউদ্দীন। আলোকচিত্রের জন্য বগুড়ার ঠাণ্ডা আজাদ ও রাজশাহীর সালাউদ্দীন পুরস্কার লাভ করেন। পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কারের অর্থ ও সম্মাননাপত্র তুলে দেন কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন। জেলা ও উপজেলা প্রতিনিধিদের উদ্দেশে কালের কণ্ঠ সম্পাদক বলেন, সাংবাদিকতা পবিত্রতম একটি পেশা। সৎ, বস্তুনিষ্ঠ ও পেশাদারিত্বমূলক সাংবাদিকতার সঙ্গে সাংবাদিক ও সংবাদপত্রের সুনাম জড়িত। এসব দিকে লক্ষ রেখে সবাইকে হতে হবে আরো দায়িত্বশীল। আর কালের কণ্ঠের জন্য বটবৃক্ষের ছায়ার মতো রয়েছে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপও পত্রিকাটির সুনাম ও উৎকর্ষের ভাগীদার। ইমদাদুল হক মিলন আরো বলেন, দেশের সবচেয়ে মেধাবী ও পরিশ্রমী সাংবাদিকদের নিয়ে কালের কণ্ঠ টিম গঠিত। গণমাধ্যমের জগতে এটিই এখন সেরা সাংবাদিকদের টিম। কালের কণ্ঠ সবাইকে নিয়ে এখন এক বিশাল পরিবার। এ পরিবারের সদস্য হিসেবে জেলা ও উপজেলা প্রতিনিধিরা নিজ নিজ অবস্থান থেকে পত্রিকাটির উৎকর্ষের জন্য কাজ করে চলেছেন। উপদেষ্টা সাংবাদিক অমিত হাবিব বলেন, একটি নতুন পত্রিকা হিসেবে জন্ম নেওয়ার পর পাঁচ বছরে লোকসান গুনে অনেক পত্রিকাই রুগ্ণ সংবাদপত্রে পরিণত হয়। কিন্তু কালের কণ্ঠ পাঁচ বছরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতা করেছে। বিশ্বাসযোগ্যতার পাশাপাশি এটি অর্জন করেছে অবিশ্বাস্য রকম প্রচার সংখ্যা। নীতিনির্ধারণের ক্ষেত্রেও এটি যথেষ্ট প্রভাব রাখছে। নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল বলেন, সংবাদের পেছনের সংবাদ তুলে এনে সঠিক সংবাদ পরিবেশনে সাংবাদিকদের মনোনিবেশ করতে হবে। এড়াতে হবে তথ্যবিভ্রাট। পাশাপাশি সাংবাদিককে হতে হবে লোভ-লালসামুক্ত। নৈতিকতার প্রশ্নে আপস করার কোনো সুযোগ নেই। যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান বলেন, প্রতিদিনের ঘটনাপ্রবাহের পাশাপাশি অনুসন্ধানী ও মানসম্মত প্রতিবেদনের বিকল্প নেই। জেলা ও উপজেলা পর্যায়ে এ ধরনের সংবাদকে দিতে হবে বিশেষ গুরুত্ব। যুগ্ম সম্পাদক ও বার্তাপ্রধান চৌধুরী আফতাবুল ইসলাম বলেন, সবার সহযোগিতায় কালের কণ্ঠ এখন বিশ্বাসযোগ্য ও মানসম্মত সংবাদপত্রে পরিণত হয়েছে। পত্রিকাটিকে সামনের দিকে এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতা করা হবে। উপসম্পাদক মোস্তফা মামুন বলেন, স্থানীয় পর্যায়ের খেলাধুলার সংবাদকে জাতীয় সংবাদে পরিণত করা গেলে তা গুরুত্বসহ প্রকাশ করা সম্ভব। উপসম্পাদক মুনির রানা বলেন, বিভিন্ন ফিচার পাতার মেজাজ বুঝে সারা দেশের সাংবাদিকরা এসব পাতায় আরো বেশি অংশগ্রহণ করতে পারেন। ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক খায়রুল বাশার শামীম বলেন, সময়মতো পত্রিকা ছাপার কাজ যাতে শুরু করা যায় সেই লক্ষ্যে দ্রুততার সঙ্গে সঠিক সংবাদ পরিবেশন করার দক্ষতা অর্জন করতে হবে সাংবাদিকদের। সহকারী বার্তা সম্পাদক শাহ আলম বাবুল নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ লেখার কৌশল সম্পর্কে দিকনির্দেশনা দেন। ভারপ্রাপ্ত মফস্বল সম্পাদক জাহেদুল আলম রুবেল বলেন, সতর্কতার সঙ্গে সংবাদ পরিবেশনে সাংবাদিকদের হতে হবে সচেষ্ট। বাণিজ্য পাতার সম্পাদক মাসুদ রুমী বলেন, সারা দেশের বাণিজ্যসংশ্লিষ্ট সংবাদ ও ছবির পাশাপাশি বিভিন্ন ব্যবসায়ীর প্রতিনিধিত্বমূলক সংগঠন ও কৃতী ব্যবসায়ীদের নিয়ে সংবাদ পরিবেশন করা যায়। প্রধান ফটো সাংবাদিক রফিকুর রহমান রেকু বলেন, ভালো মানের মোবাইল ফোন ক্যামেরায় অনেক ভালো ছবি তোলা সম্ভব। তবে এ জন্য সংবাদকে গুরুত্ব দিয়ে লক্ষ রাখতে হবে আলোর ওপর। অনলাইন ইনচার্জ মাহবুব মোর্শেদ বলেন, অনেক সংবাদপত্রেরই মূল পত্রিকার চেয়ে অনলাইন পাঠকসংখ্যা অনেক বেশি। বেশির ভাগ অনলাইন পাঠকই বয়সে তরুণ। তাই অনলাইনে সব খবর প্রকাশের পাশাপাশি তরুণ পাঠকদের কথাও মনে রাখতে হয়। 'শুভসংঘ'র বিভাগীয় সম্পাদক সাজ্জাদুল ইসলাম নয়ন বলেন, পাঠক সংগঠন 'শুভসংঘ'র মাধ্যমে বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছে কালের কণ্ঠ। তরুণ প্রজন্ম ও সুধীসমাজ এ ক্ষেত্রে রাখছে বিশেষ অবদান। প্রতিনিধি সম্মেলনে বিভিন্ন অধিবেশনে বক্তব্য দেন চট্টগ্রাম ব্যুরোপ্রধান ফারুক ইকবাল, সিলেট ব্যুরোপ্রধান আহমেদ নূর, খুলনা ব্যুরোপ্রধান গৌরাঙ্গ নন্দী, যশোরের নিজস্ব প্রতিবেদক ফখরে আলম, ময়মনসিংহের নিজস্ব প্রতিবেদক নিয়ামুল কবির সজল, বগুড়ার নিজস্ব প্রতিবেদক লিমন বাসার, বরিশালের নিজস্ব প্রতিবেদক রফিকুল ইসলাম, রাজশাহীর নিজস্ব প্রতিবেদক রফিকুল ইসলাম, গাজীপুরের নিজস্ব প্রতিবেদক শরীফ আহমেদ শামীম, পিরোজপুর প্রতিনিধি শিরীন আফরোজ, রাঙামাটি প্রতিনিধি ফজলে এলাহী, বরগুনা প্রতিনিধি সোহেল হাফিজ, চাঁদপুর প্রতিনিধি ফারুক আহম্মদ, বাগেরহাট প্রতিনিধি বিষ্ণু প্রসাদ চক্রবর্তী, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি সাইদুল হক সাথী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফুল হক প্রমুখ। তাঁরা কালের কণ্ঠকে সামনের দিকে এগিয়ে নিতে বিভিন্ন পরামর্শ ও সুপারিশ প্রদান করেন। প্রতিনিধিরা পরে কালের কণ্ঠের বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগের কর্মকর্তা ও কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
No comments:
Post a Comment