সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত রাতে ঢাকা মহানগরের ৫৩ সদস্যের নতুন আহবায়ক কমিটি ঘোষণা করেছে বিএনপি। নতুন কমিটির আহবায়ক হয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সদস্যসচিব করা হয়েছে দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলকে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রাত পৌনে ১০টায় এক সংবাদ সম্মেলনে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কমিটি ঘোষণা করে ব
লেন, ঢাকা মহানগর কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় এত দিন আহ্বায়ক কমিটি ছিল। এই কমিটি বিলুপ্তি করে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আহবায়ক করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। দলের চেয়ারপারসনের পরামর্শক্রমে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই নতুন কমিটি অনুমোদন দিয়েছেন। নতুন আহবায়ক কমিটি আগামী এক মাসের মধ্যে ওয়ার্ড ও থানা পর্যায়ে কমিটি গঠনের কাজ শেষ করে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। আহবায়ক কমিটির পাশাপাশি চার সদস্যের উপদেষ্টামণ্ডলীর নাম ঘোষণা করা হয়। উপদেষ্টারা হলেনÑ দলের স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ও অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম। গত আহবায়ক কমিটির আহবায়ক ও সদস্যসচিবকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে। ৫৩ সদস্যের আহবায়ক কমিটিতে ছয়জন যুগ্ম আহবায়ক রয়েছেন। তারা হলেনÑ চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, সমবায়বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহম্মেদ, নির্বাহী কমিটির সদস্য কাজী আবুল বাশার, সহসাংগঠনিক সম্পাদক কারাবন্দী নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টু, নির্বাহী কমিটির সদস্য এম এ কাইয়ুম ও সহতথ্য-গবেষণাবিষয়ক সম্পাদক আবু সাঈদ খান খোকন। সদস্যরা হলেনÑ স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, নির্বাহী কমিটির সদস্য এস এ খালেক, সমাজকল্যাণ সম্পাদক আবুল খায়ের ভুঁইয়া, যুববিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মানবাধিকারবিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম, সহসমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো: সাহাবুদ্দিন আহম্মেদ, আবদুল লতিফ (কলাবাগান), আবদুল মজিদ (রমনা), আনোয়ারুজ্জামান আনোয়ার (তেজগাঁও), শামসুল হুদা (সবুজবাগ), সাজ্জাদ জহির (শাহজাহানপুর), একরামুল হোসেন (শাহজাহানপুর), ইউনুস মৃধা (খিলগাঁও), মুন্সি বজলুল বাসিত আনজু (মিরপুর), সাদেক আহমেদ (জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল), আলী আজগর মাতব্বর (কাফরুল), নিতাই চন্দ্র ঘোষ (সূত্রাপুর), আহসান উল্লাহ হাসান (পল্লবী), বোরহানুজ্জামান ওমর (পল্টন), হারুন অর রশীদ হারুন (মতিঝিল), সিরাজুল ইসলাম সিরাজ (কলাবাগান), গোলাম হোসেন (সবুজবাগ), তানভীর আদেল বাবু (পল্টন), আবুল হাসান তালুকদার ননী (শাহবাগ), আবু মোতালিব (চকবাজার), আলী ইমাম আসাদ (পল্লবী), আবদুল মতিন (মোহাম্মদপুর), আবদুস সামাদ (কোতোয়ালি), হাজী আলতাফ হোসেন (লালবাগ), ফরিদ আহমেদ ফরিদ (দয়াগঞ্জ), হাজী আনোয়ার পারভেজ বাদল (চকবাজার), আখতার হোসেন (খিলক্ষেত), নবী উল্লাহ নবী, হাজী মীর হোসেন মীরু, ফখরুল ইসলাম ফরু (রামপুরা), মিসেস ফেরদৌস আহমেদ মিষ্টি (শাহ আলী থানা), তানভীর আহমেদ রবীন (কদমতলী), শেখ রবিউল আলম (ধানমন্ডি), মো: কফিল (উত্তরা-পূর্ব), আরিফুর রহমান নাদিম (আরমানিটোলা), মো: জাফরুল (বংশাল) ও এস এম জিলানী। গত বুধবার মহানগর বিএনপির ইফতার পার্টিতে খালেদা জিয়া শিগগির নতুন আহবায়ক কমিটি গঠনের ঘোষণার এক দিনের মধ্যে এই কমিটির পুনর্গঠনের ঘোষণা হলো। ২০১১ সালে ১৪ মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঢাকার সাবেক মেয়র ও দলের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে আহ্বায়ক ও আবদুস সালামকে সদস্যসচিব করে কমিটি ঘোষণা করেন। ওই কমিটি ছিল ১৯ সদস্যের। এরপর ছয় মাসের মধ্যে সর্বস্তরের কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করার কথা থাকলেও তা আর হয়নি। গত ৫ জানুয়ারির নির্বাচন ঠেকানোর ঘোষণা দিয়ে বিএনপি লাগাতার কর্মসূচি দিলেও আওয়ামী লীগ টানা দ্বিতীয় দফায় মতায় আসার পর খোকা নেতৃত্বাধীন মহানগর শাখা নিয়ে দলের ভেতরে প্রশ্ন ওঠে। কয়েকজন সিনিয়র নেতাও প্রকাশ্যে এ বিষয়ে বক্তব্য দেন। এরপর গত ১২ মার্চ সংবাদ সম্মেলন করে মহানগর শাখার আহ্বায়কের পদ ছাড়ার ঘোষণা দেন সাদেক হোসেন খোকা। টানা ১৬ বছরের অধিক সময় সাদেক হোসেন মহানগর কমিটির নেতৃত্বে ছিলেন।
No comments:
Post a Comment