রাজধানীতে মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যা ও মগবাজারে তিন খুনের ঘটনাকে ‘তেমন সিরিয়াস কিছু না’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জনগণকে উদ্বিগ্ন না হওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে গতকাল ‘আমরা নগরবাসী’ আয়োজিত এক গোলটেবিলে এ মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মাওলানা ফারুকী হত্যা ও মগবাজারের তিন খুনের ঘটনা নিয়ে সাংবাদিকের
া যেভাবে আমাকে প্রশ্ন করছেন, আসলে এগুলো তেমন সিরিয়াস কিছু না। এগুলো হঠাৎ করে হয়ে থাকে। অপরাধীদের শনাক্ত করে বিচারের আওতায় আনা হবে। এগুলো বিচ্ছিন্ন ঘটনা, এ নিয়ে চিন্তিত ও উৎকণ্ঠিত হওয়ার কিছু নেই। তিনি বলেন, এগুলোর তদন্ত চলছে। আমরা এ হত্যাকাণ্ডগুলোর মোটিভ নিয়ে কাজ করছি। শিগগিরই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। ‘মাওলানা ফারুকী ও মগবাজারে তিনজন’ এই পৃথক হত্যা সম্পর্কে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরো জানান, মাওলানা ফারুকী হত্যায় একজনকে আটক করা হয়েছে। হত্যার মোটিভ নিয়ে আমরা কাজ করছি। মগবাজারের ঘটনা এক সন্ত্রাসী হঠাৎ করে ঘটিয়ে পালিয়ে গেছে। তিনি বলেন, মাওলানা ফারুকীর খুনের আলামত দেখে মনে হয়েছে, এই হত্যাকাণ্ড কোনো সাধারণ ছিঁচকে সন্ত্রাসী করেনি, এগুলো পেশাদার সন্ত্রাসী করেছে। এই হত্যার তদন্ত চলছে। খুনিদের খুঁজে বের করার চেষ্টা চলছে। এ বিষয়ে পরে জানানো হবে। তবে কিছুণ আগে (শনিবার) সন্দেহজনকভাবে একজনকে গ্রেফতার করা হয়েছে। মগবাজারের ঘটনা রেলের জমির দখল নিয়ে হয়েছে। যে সন্ত্রাসী এটা করেছে, তাকে চিহ্নিত করা হয়েছে। ঘটনা দু’টির সাথে জড়িতদের যেকোনো সময় আমরা গ্রেফতার করতে পারব। আয়োজক সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট জাহাঙ্গীর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো: সেলিম এমপি।
No comments:
Post a Comment