Sunday, September 7, 2014

টেনশন বাড়ছে বাংলাদেশের:নয়াদিগন্ত

৮৭ ওভারে ২৬৪/৩ (ব্রেটওয়েট ১২৩ ব্যাটিং, চন্দরপল ১ ব্যাটিং) প্রথম দিন শেষের ওই স্কোরটা দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতির অনেক পর পর্যন্তই স্কোর বোর্ডে জ্বলজ্বল করছিল। এর অর্থ খেলা না হওয়া। সেন্ট ভিনসেন্টে বৃষ্টি বিঘœ ছিল প্রথম দিনও। তবে সেটার পরিমাণ কম। কাল প্রথম সেশনেরও বেশি সময় ধরে বৃষ্টিতে খেলাই মাঠে গড়াতে পারছিল না। রোদ বৃষ্টিও ঠিক না। আকাশ মেঘাচ্ছন্ন। মনে হচ্ছিল যেকোনো সময় আবারো নেমে যেতে পারে বৃষ্টি।
যেহেতু লাঞ্চের পর আর বৃষ্টি ছিল না, তাই ক্যারিবিয়ান ওই দুই অপরাজিত ব্যাটসম্যান খেলতে নেমে সতর্কতার সাথেই ব্যাটিং করে যাচ্ছিলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩১৫ রান করেছে তারা ওই তিন উইকেটে (১০১ ওভার)। ব্রেটওয়েট ১৫২ করে ফেলেছেন। যেহেতু চন্দরপল (১৪) তার পার্টনার। রানটা ডাবলে নিয়ে যাওয়ারই চেষ্টা থাকবে ওই তরুণ ক্রিকেটারের। সবে ১৩তম টেস্ট। আর ওই রানই তার ক্যারিয়ার সেরা। ইয়েস্টইন্ডিজের এমন ব্যাটিংয়ে চিন্তা পড়ে গেছে বাংলাদেশ।  টিভি ধারাভাষ্যকারেরা বলছিলেন,ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় দিনের একেবারে শেষ মুহূর্তে যেয়ে ইনিংস ডিকেয়ার করে দিতে পারে। তবে অন্তত ৪০০ রানের নিচে ওই কাজে যাবে বলে মনে হয় না তারা। কারণ উইকেটে যেহেতু রান আসছে, দ্বিতীয় ইনিংসে নামার চেয়ে ব্যাটিং করে নেয়াই যদি শ্রেয় মনে করেন, তাহলে আজ তৃতীয় দিনেই ইনিংস ডিকেয়ারের আশা করতে পারে বাংলাদেশ। বাংলাদেশী বোলারদের মধ্যে রুবেল, তাইজুল, শুভাগত হোমরা চেষ্টা করে যাচ্ছেন; কিন্তু বৃষ্টি বিঘিœত ও আর্দ্রতাযুক্ত উইকেটেও সুবিধা নিতে পারেননি। আজ ম্যাচের তৃতীয় দিন।

No comments:

Post a Comment