Friday, December 5, 2014

খালেদা জিয়ার সাথে সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বৈঠক:নয়াদিগন্ত

প্রশাসনের সাবেক ও বর্তমান ওএসডিকৃত বেশ কয়েকজন কর্মকর্তা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে গত রাতে দেখা করেছেন। এ সময় তারা তাদের পেশাগত নানা প্রতিবন্ধকতার বিষয়গুলো খালেদা জিয়াকে অবহিত করেন বলে জানা গেছে।   সূত্র মতে রাত ৯টায় ওই কর্মকর্তারা চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বেগম জিয়ার সাথে দেখা করেন। উপস্থিত কর্মকর্তারা তাদের ওপর বর্তমান সরকারের অন্যায় আচরণ সম্পর্কে অবহিত করেন। এ ছাড়া অন্যায়ভাবে
তাদের ওএসডি ও চাকরিচ্যুত করা হয়েছে বলে তারা অভিযোগ করেন। কর্মকর্তারা সরকারের এই অন্যায় কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান এবং বিএনপি চেয়ারপারসনকে ভবিষ্যতে সরকার গঠন করলে বিষয়টি বিবেচনায় আনারও দাবি জানান। এ বিষয়ে প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসনের নির্ধারিত কোনো বৈঠক ছিল না। তার সাথে দেখা করতে দলের নেতাসহ অনেকে এসেছেন।   বর্তমান সরকারের ৯ মাসে ১৩৮ জন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর জাতীয় সংসদে বেগম নূর-ই-হাসনা লিলি চৌধুরীর প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এ তথ্য জানিয়েছেন। ওএসডি করা কর্মকর্তাদের মধ্যে সচিব ১, অতিরিক্ত সচিব ১৪, যুগ্মসচিব ৪১, উপসচিব ২২, সিনিয়র সহকারী সচিব ৫০ ও সহকারী সচিব ১০ জন রয়েছেন। গত ১ জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত এসব কর্মকর্তাকে ওএসডি করা হয়।

No comments:

Post a Comment