Monday, October 13, 2014

আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড সহ্য করা হবে না : শেখ হাসিনা:নয়াদিগন্ত

ধর্ম ও হজ নিয়ে করা লতিফ সিদ্দিকীর মন্তব্য গ্রহণযোগ্য নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি  শেখ হাসিনা বলেছেন, আমাদেরই একজন লোক (লতিফ সিদ্দিকী) নিউ ইয়র্কে হজরত মুহাম্মদ (সা:) ও হজ সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন। এটি গ্রহণযোগ্য নয়। আমরা ধর্মনিরপেতায় বিশ্বাস করি; কিন্তু ধর্মহীনতায় নয়। গতকাল সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকের শুরুতে দেয়া বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। এ স
ময় বিএনপির উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনের নামে কেউ কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ড করলে তা সহ্য করা হবে না। যারা আন্দোলনের হুমকি দিচ্ছে দিক, জনগণ তাদের সম্পর্কে সজাগ আছে। ধ্বংসাত্মক কোনো কাজ করলে যা ব্যবস্থা নেয়ার তা-ই হবে।  লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অপসারণ সম্পর্কে  শেখ হাসিনা বলেন, ‘নিয়ম অনুযায়ী যেভাবে হওয়ার কথা সেভাবেই তা করা হয়েছে। আমি মনে করি লতিফ সিদ্দিকী যা বলেছে সেটি গর্হিত কাজ। তবে আমাদের মধ্যে একজন কেন এমন করেছেন, সেটি জানি না।’ তিনি আরো বলেন, কারো কোনো বক্তব্যে কোনো ধর্মের কারো যদি আঘাত লাগে তা মেনে নেয়া হবে না। যখন হজ চলছে তখন হজের বিরুদ্ধে লতিফ সিদ্দিকী কথা বলে গর্হিত অপরাধ করেছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। সভা থেকে দলের প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য ও বিতর্কিত মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে দল থেকে বহিষ্কারের ঘোষণা আসতে পারে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। পাশাপাশি বিএনপি-জামায়াত জোটের সম্ভাব্য আন্দোলন, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর তৃণমূল কাউন্সিল ও দলের সাংগঠনিক সফরসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত বৈঠক চলছিল।

No comments:

Post a Comment