Monday, October 13, 2014

জাতীয় প্রেস কাবের হীরক জয়ন্তি উপলক্ষে ক্রীড়ানুষ্ঠান শুরু আজ:নয়াদিগন্ত

জাতীয় প্রেস কাবের হীরক জয়ন্তি উপলক্ষে আজ সকাল ১০টায় টেবিল টেনিস খেলা অনুষ্ঠিত হবে। আট দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কাব সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদসহ ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা ও সদস্যরা। এ দিন বিকেল সাড়ে ৪টায় মহিলা সদস্যদের লুডু খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। কাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দাবা, বেলা ২টায় সদস্যদের শুটিং প্রতিযোগিতা। ১৮ ও ১
৯ অক্টোবর (শনি ও রোববার) স্পেড ট্রাম্প প্রতিযোগিতা শুরু হবে সকাল ১০টায়। ২০ অক্টোবর সোমবার মিনি ম্যারাথন প্রতিযোগিতা ভোর সাড়ে ৫টায় শুরু এবং সকাল ৭টায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। এ ছাড়া আগামী ১৬ ও ১৭ অক্টোবর বর্ণাঢ্য শিশু আনন্দমেলার আয়োজন করা হয়েছে। শিশু আনন্দমেলায় রয়েছে বিভিন্ন খেলাধুলা, চিত্রাঙ্কন, আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতা। জাদু প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফল ড্র শিশু আনন্দমেলার অন্যতম আকর্ষণ।

No comments:

Post a Comment